চলতি বছরের জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের কাজের কারণে অন্তত ২৯৩ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে, যা রেকর্ড। গত বছর তা ছিল ২৮০। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
সিপিজের তথ্যমতে, গত এক বছরে নিজেদের কাজের কারণে, সংবাদ বা ছবি সংগ্রহ করতে গিয়ে অন্তত ২৪ জন সাংবাদিক খুন হয়েছেন। তা ছাড়া আরও ১৮ জন সাংবাদিক একই সময়ে নিহত হয়েছেন, যাঁদের ঠিক কী কারণে খুন করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্বে এক দিকে স্বাধীন সাংবাদিকতার ঝোঁক, অন্যদিকে সরকারগুলোর নিয়ন্ত্রণের মাত্রা বাড়ছে জানিয়ে সিপিজের নির্বাহী পরিচালক জোয়েল সাইমন বলেন, ‘এ নিয়ে টানা ছয় বছর সাংবাদিকদের কারাদণ্ড দেওয়ার ঘটনা বেড়েছে।’
সবচেয়ে বেশি ৫০ জন সাংবাদিককে চলতি বছর কারাদণ্ড দিয়েছে চীন। তা ছাড়া মিয়ানমার ২৬, মিসর ২৫, ভিয়েতনাম ২৩, বেলারুশ ১৯ সাংবাদিককে জেলে পুরেছে।
বাক্স্বাধীনতার তীর্থস্থান যুক্তরাষ্ট্রেও চলতি বছর অন্তত ৫৬ সাংবাদিককে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। তবে তাঁরা এখনো জেলে আছেন কি না, এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি সিপিজের প্রতিবেদনে। ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত বিশ্বে সাংবাদিক খুন হয়েছেন অন্তত ১ হাজার ৪৪০ জন।