হোম > ছাপা সংস্করণ

ইয়াবা রাখার অভিযোগে ঘর তছনছ পুলিশের

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ‘কমিউনিটি পুলিশিং ডে’র দিনে এক দম্পতিকে হয়রানির অভিযোগ উঠেছে উপপরিদর্শক (এসআই) মনিরের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, ইয়াবা রাখার অভিযোগ এনে ওই দম্পতির ঘরের জিনিসপত্র তছনছ করেছেন আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মনির। যদিও বিষয়টি অস্বীকার করেছেন এসআই মনির।

গতকাল শনিবার দুপুরে আজমিরীগঞ্জ পৌরসভায় ৭ নম্বর ওয়ার্ডের শরীফ নগর গ্রামের সাগর মিয়ার বাড়িতে ইয়াবা রাখার অভিযোগ এনে ঘরে প্রবেশ করে জিনিসপত্র তছনছ করেন এসআই।

সাগর মিয়া বলেন, ‘আমি পেশায় একজন মোটরসাইকেল চালক। শনিবার দুপুরে শ্বশুর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়িতে যাই।

কিছুক্ষণ পর এসআই মনিরসহ আরও দুই পুলিশ সদস্যকে নিয়ে আমার বাসায় আসেন। পরে তাঁরা ইয়াবা রাখার অভিযোগ এনে ঘরে তল্লাশি চালান এবং ঘরের মালামাল তছনছ করেন।’

এ ব্যাপারে সাগর মিয়া বলেন, ‘হঠাৎ করে এসআই মনিরসহ তিনজন পুলিশ ঘরে ঢুকে ‘মাল কোথায়, মাল কোথায় বলে চিৎকার করতে থাকেন। এ সময় পুরো গ্রামবাসীর সামনে তারা আমাকে ও আমার স্ত্রীকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালি দেন। পরে কিছু না পেয়ে চলে যান।’

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপপরিদর্শক এসআই মনির বলেন, ‘আমাদের কাছে খবর ছিল সাগর ইয়াবা নিয়ে আসছেন। তিনি যখন আজমিরীগঞ্জ শহর পার করে তখন মোটরসাইকেল থামাতে আমরা সিগন্যাল দিই। কিন্তু তিনি দ্রুত বাড়িতে চলে যান। এ সময় আমরাও তাঁর পিছু নেই। তবে তাঁদের বাড়িতে গেলেও ঘরে যায়নি। তাঁদের গালিও দিইনি, মিথ্যা অভিযোগ করছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ