চট্টগ্রামের পটিয়ায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি কাল থেকে শুরু হবে। এর আওতায় ৬০ হাজার শিক্ষার্থী টিকা পাবে। তবে অনানুষ্ঠানিকভাবে ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৭৭টি শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। এ জন্য প্রস্তুতি শেষ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আরও কয়েকটি কেন্দ্রে টিকা দেওয়া হবে। জন্মনিবন্ধন সনদ ছাড়াও শিক্ষার্থীরা টিকা নিতে পারবে। টিকা নিতে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাঈনুদ্দীন মজুমদার বলেন, ‘টিকার কোনো সংকট নেই।’