হোম > ছাপা সংস্করণ

১৫ দিনেও উদ্ধার হয়নি সেই প্রাইভেট কার

সখীপুর প্রতিনিধি

ছিনতাইয়ের ১৫ দিন পার হলেও প্রাইভেট কার কিংবা মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। উপার্জনের একমাত্র মাধ্যম গাড়িটি হারিয়ে নিঃস্ব হয়ে ঘুরছেন আবদুল মালেক। অন্যদিকে প্রবাসী আমিনুলও জিনিসপত্র ও পাসপোর্ট হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

উপজেলার বাঘের বাড়ি গ্রামের প্রবাসী আমিনুল ইসলাম (২৮) প্রায় দুই বছর পর সৌদি আরব থেকে দেশে ফেরেন। গত ২৪ ডিসেম্বর রাতে বিমানবন্দর থেকে নিয়ে সখীপুর যাওয়ার পথে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে ছিনতাইয়ের কবলে পড়েন আমিনুল ও তাঁর সঙ্গীরা। এ সময় ছিনতাইকারীরা প্রাইভেট কারসহ প্রবাসীর সব মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রাইভেট কারের মালিক ও চালক আবদুল মালেক ওই রাতেই আশুলিয়া থানায় অভিযোগ করেন। কিন্তু ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গাড়ি ও মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

প্রবাসফেরত আমিনুল জানান, সেদিন রাতে একটি হায়েস মাইক্রোবাস তাঁদের গতিরোধ করে। তাঁরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশি করবে বলে গাড়ি থেকে নামতে বলেন। পরে তাঁদের কচটেপ দিয়ে হাত-মুখ বেঁধে ফেলা হয়। বিদেশ থেকে আনা এবং ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন, সোনার চেইন, সৌদি আরবের রিয়াল, নগদ টাকা, কাপড়চোপড়, কম্বলসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামালসহ প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

প্রাইভেট কারের মালিক মালেন বলেন, ‘সংসারের সব বিক্রি করে গাড়িটি কিনেছিলাম। এখন আমি নিঃস্ব।’

আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জোহাব আলী মোবাইল ফোনে বলেন, ‘মামলাটির নিয়ে জোর তৎপরতা চলছে। প্রাইভেট কারের মালিককে নিয়েও বেশ কয়েক জায়গায় অভিযান চালানো হয়েছে। এখনো কিছুই খুঁজে পাইনি। তবে অভিযান অব্যাহত রয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ