হোম > ছাপা সংস্করণ

নাম বদলে ১৩ বছর আত্মগোপনের পর ধরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে হত্যা ও চুরি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে নওগাঁ সদরের ছোট যমুনা নদীর হরিপুর বেড়িবাঁধ থেকে তাঁকে গ্রেপ্তার করে আদমদীঘি থানা-পুলিশ। এর আগে তিনি ওই মামলায় আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর নাম-ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ১৩ বছর আত্মগোপনে ছিলেন তিনি।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, ২০০৩ সালে আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের ভোলা মিয়ার বিরুদ্ধে একটি হত্যা ও চুরির মামলা হয়। মামলায় তিনি গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকেন। ২০০৮ সালে ভোলা মিয়া আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পলাতক ছিলেন। এরপর তাঁর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

ওসি আরও বলেন, মামলা থেকে বাঁচতে ভোলা মিয়া নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে ফেলেন। এরপর মাসুদ নাম নিয়ে স্ত্রী-সন্তানসহ নওগাঁ সদরের বক্তারপুর ইউনিয়নের ছোট যমুনা নদীর হরিপুর বেড়িবাঁধে ১৩ বছর ধরে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে ওই স্থান থেকে গ্রেপ্তার করে। ভোলা মিয়াকে গতকাল রোববার বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ