রাজশাহীর তানোর পৌরশহরের একটি পুকুর থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার দুপুরের দিকে তানোর পৌরশহরের গোকুল নিচপাড়া এলাকায় এক ব্যক্তির পুকুরে পাঁচ থেকে ছয়মাসের নবজাতকের লাশটি ভাসতে দেখে গ্রামবাসী। এরপর তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুরেই ঘটনাস্থলে পৌঁছে পলিথিনের ব্যাগে মোড়ানো লাশটি উদ্ধার করে পুলিশ।
ওসি রাকিবুল আরও বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। ওই নবজাতকের পরিচয় জানা যায়নি। তাই আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফন করা হবে।