হোম > ছাপা সংস্করণ

ছেলের কাঁধে চড়ে ভোট দিলেন বৃদ্ধা হামফুল

মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপির) নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ছেলের কাঁধে চড়ে ভোট দিয়েছেন এক বৃদ্ধা। বেলা ১১টার দিকে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্যানে শুয়ে নির্বাচনে ভোট দিতে আসেন তিনি।

ওই বৃদ্ধার নাম হামফুল বেগম (৯০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের মৃত দানেস আলী মণ্ডলের স্ত্রী।

হামফুল বেগম বলেন, ‘ব্যাটারে ম্যালাই প্রার্থী বাড়িতে যায়্যা ভোট চাহ্যাছে। তাঁরাকে কহ্যাছি ভোট দেব। তাঁর লাইগ্যাই ভোট দিতে আইসসি। কত দিন বাঁচব জানি না। তবে বয়স যেহেতু হয়ে গেছে, যেকোনো সময় মরে যেতে পারি। যাঁরা ভালো প্রার্থী তাঁকেই ভোট দিনু।’

হামফুল বেগমের ছেলে আবদুল জাব্বার বলেন, যেকোনো ভোট হলে মা আনন্দ নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসে। এবার মা অসুস্থ। বয়সও হয়েছে। হাঁটাচলাও করতে পারে না। তাই ভ্যানগাড়ি থেকে নামিয়ে ঘাড়ে করে বুথের ভেতরে নিয়ে ভোট দেওয়া হয়েছে।

আঁখি খাতুন নামে হামফুল বেগমের নাতি বলেন, ভোট দেওয়ার জন্য দাদি সকাল থেকে প্রস্তুত হয়। বাড়ির সবাইকে ভোট দেওয়ার জন্য বলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮টি ইউনিয়নে ৮৬টি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারেরা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ভোটারেরা ৮৬ ভোটকেন্দ্রে শান্তি ও সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রথমবার গোমস্তাপুর ইউপিতে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ