হোম > ছাপা সংস্করণ

সুতার গুদামে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে আগুনে একটি সুতার গুদাম পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বেলকুচি পৌর শেরনগর এলাকার নূর এলাহী ডাইভিং ফ্যাক্টরির গুদামে এই আগুন লাগে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নূর এলাহী ডাইভিং ফ্যাক্টরির মালিক হাজি চান আলী খান।

এ নিয়ে হাজি চান আলী খান বলেন, ‘প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ দেখি আমার সুতার গুদামে আগুন লেগে গেছে। পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার সুতা পুড়ে ছাই হয়ে গেছে।’

বেলকুচি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌরসভার শেরনগর এলাকায় একটি সুতার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে তদন্ত করে সঠিক কারণ পরে জানানো হবে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, খবর শুনে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহায়তা করে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ