ফেসবুক মেসেঞ্জারে এক তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে আফিফ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেল ৪টার দিকে নন্দীগ্রাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের বাসিন্দা ও বগুড়ার একটি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে জানান, অনার্স দ্বিতীয় বর্ষের এক তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফিফের পরিচয় হয়। পরে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। তাঁরা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে একে অন্যের কাছে ব্যক্তিগত ছবি আদান প্রদান করতেন। হঠাৎ করে ওই তরুণীর বিয়ে হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আফিফ। বিয়ে হওয়ার পরেও রাস্তাঘাটে তাঁকে বিরক্ত করতে থাকেন। পরে আফিফ ওই তরুণীর আপত্তিকর ছবি মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দেন। এই ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আফিফকে আসামি করে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি আবুল কালাম আরও জানান, মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি আইনে আফিফকে গ্রেপ্তার করা হয়েছে।