হোম > ছাপা সংস্করণ

৫ জনের দুবার করে যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

ডাকাতির পর দুই নারীকে ধর্ষণের মামলায় ৫ আসামিকে দুবার করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল বিকেল ৫টায় চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৬-এর বিচারক মো. মঈন উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিজান মাতব্বর ওরফে শহীদুল ইসলাম (৪৫), মো. আবু শামা (৩৭), মো. শহীদুল ইসলাম মুন্সি ওরফে রুবেল (৩৭), জহিরুল ইসলাম ওরফে জহির হাওলাদার (২৪) ও মো. ইলিয়াস শেখ ওরফে সুমন (৩৬)। খালাস দেওয়া হয়েছে মো. আব্দুল হান্নান ওরফে হান্নান মেম্বারকে (৪২)। তিনি ও চার আসামি এ সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দণ্ডপ্রাপ্ত আসামি ইলিয়াস পলাতক।

ট্রাইবুনালের কৌঁসুলি আইনজীবী নজরুল ইসলাম সেন্টু বলেন, ডাকাতির অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ৫ জনকে যাবজ্জীবন ছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন। ধর্ষণের দায়ে যাবজ্জীবন ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৩ ডিসেম্বর রাতে চট্টগ্রামের কর্ণফুলীর বড় উঠান এলাকার এক বাড়িতে হানা দেয় ডাকাতেরা। এ সময় তাঁরা জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৪ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুটে নেন। এ সময় শিশু ও বৃদ্ধা এক নারীকে বেঁধে রেখে ওই বাড়ির এক তরুণী ও গৃহবধূকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ