হোম > ছাপা সংস্করণ

ইউপি ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন

চৌগাছা প্রতিনিধি

২৩ মাসের বিদ্যুৎ বিল বাকি থাকায় যশোরের চৌগাছা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। গতকাল রোববার বেলা ১১টার দিকে পল্লী বিদ্যুতের চৌগাছা আঞ্চলিক কার্যালয় এ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

চৌগাছা পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) বালি আবুল কালাম আজাদ বলেন, ‘বিল বকেয়া থাকায় ইউপি কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হলেও তাঁরা তা পরিশোধ করেননি। এ জন্য সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।’

সদর ইউপির একাধিক সদস্য জানিয়েছেন, ‘সচিব জন্মনিবন্ধনসহ নানা খাতে বিভিন্নভাবে জনসাধারণের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতেন। পরিষদের সব হিসাব সচিবের কাছে আছে। তিনি তবু কেন বিল পরিশোধ করেননি সেটি বুঝতে পারছি না। তাঁর কারণেই আজ (রোববার) পরিষদ চলাকালীন এভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এটা আমাদের অপমানজন।’

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘আমি মাত্র দুই মাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছি। এখনো ইউপি সচিব পরিষদের আয়-ব্যয়ের হিসাব বুঝিয়ে দেননি। দায়িত্ব নেওয়ার পরপরই পল্লী বিদ্যুৎ থেকে বকেয়া ২৩ মাসের বিল পরিশোধ করার জন্য নোটিশ দেয়। আমি বিষয়টি সচিবকে বললেও তিনি গুরুত্ব দেননি। আজ (রোববার) বেলা ১১টার দিকে পল্লী বিদ্যুতের কর্মীরা এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ‘বিষয়টি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। ইউপি সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কাল সোমবারের মধ্যে বিল পরিশোধ করে পুনরায় সংযোগ না নিতে পারলে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) করা হবে।’

ইউনিয়ন পরিষদের সচিব শরিফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘অলসতায় বিল পরিশোধ করা হয়নি। পল্লী বিদ্যুৎ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। তবে আজ সংযোগ বিচ্ছিন্ন করার সময় তাঁরা আমাদের না বলেই বিচ্ছিন্ন করেছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ