রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে করোনার গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার টিকা দান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে টানা পঞ্চমবারের মতে পাহাড়ের দুর্গম এলাকায় হেলিকপ্টারে মেডিকেল টিমসহ করোনার টিকা পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।
প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুর্গম এলাকায় বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে করোনা দ্বিতীয় ডোজের গণটিকা দেওয়া হয়। সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বিমানবাহিনীর হেলিকপ্টারে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনীর মেডিকেল টিমের সদস্যরা এতে অংশ নেন।
করোনার গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে দুর্গম এলাকায় বসবাসকারী ১ হাজার পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মাঝে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়। দুর্গম এলাকায় করোনার গণটিকা কার্যক্রম সম্পন্ন করায় জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সেনাবাহিনী এবং বিমানবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।