হোম > ছাপা সংস্করণ

স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, থানায় মামলা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণের পর দল বেঁধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অপহরণের পর ওই ছাত্রীকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার দল বেঁধে ধর্ষণ এবং ধর্ষণের সময় ভিডিও ধারণেরও অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার সকালে ওই ছাত্রী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন। পরে তাঁকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে মামলার পর তা তুলে নিতে অভিযুক্তরা ওই ছাত্রীর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এ ছাড়া ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কয়েকজন বখাটে ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত। ওই ছাত্রী ঘটনাটি তাঁর খালাকে জানালে তিনি তাঁদের পরিবারকে জানান। এ ঘটনায় বখাটেরা আরও ক্ষিপ্ত হয়। এর জেরে গত ২৬ আগস্ট সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে নরোত্তমপুরের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন (২৮), একই গ্রামের কামাল (৪৬), নাছের (২৫) ও হাজীপুর পাঁচবাড়ির ফরহাদ (২৭) তাঁকে অপহরণ করে অটোরিকশায় করে সেনবাগে এক ব্যক্তির বাড়িতে নিয়ে আটকে রাখে। ওই বাড়িতে মামুন ও কামাল ওই ছাত্রীকে ধর্ষণ করে।

২৮ সেপ্টেম্বর দুপুরে ওই কিশোরীকে সোনাইমুড়ী বাজারে এনে বাসযোগে প্রথমে ঢাকা ও পরে টাঙ্গাইলের শহিদপুরের এক বাড়িতে নিয়ে আটকে রাখে। টাঙ্গাইলে কামাল, নাছের ও ফরহাদ তাঁকে ধর্ষণ করে। পরে স্থানীয় কয়েক যুবকও তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এ সময় তারা নিজেদের মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। গত ৯ নভেম্বর ওই ছাত্রী কৌশলে পালিয়ে বাড়ি চলে এসে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ