মিঠাপুকুরে আগামীকাল সোমবার থেকে এইচএসসি পরীক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। তারা ফাইজারের টিকা পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (রোগ নিয়ন্ত্রণ) আবদুল হালিম লাবলু জানান, আগামী ২২ ও ২৩ নভেম্বর দুটি ক্যাম্প করে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পর্যাপ্ত টিকা আছে বলে নিশ্চিত করেন তিনি।
আগামীকাল সোমবার উপজেলার শঠিবাড়ি কলেজ এবং পরের দিন মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব দিকে জেলা পরিষদের ডাকবাংলোয় টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। পরীক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ সঙ্গে নিয়ে ক্যাম্পে উপস্থিত হয়ে টিকা নিতে বলা হয়েছে।
হেনা মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খাজানুর রহমান জানান, নোটিশ এবং মোবাইলে ম্যাসেজ দিয়ে পরীক্ষার্থীদের টিকার বিষয়ে জানানো হয়েছে।