হোম > ছাপা সংস্করণ

এককালীন-মাসিক ভাতা পাবে হতাহতদের পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় হতাহতদের সহায়তার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সেই ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে।

এ অর্থ দিয়ে এক সপ্তাহের মধ্যে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করা হবে। সেটা এককালীন ও মাসিক ভাতা হিসেবে দেওয়ার কথা জানানো হয়েছে। এ ছাড়া ফাউন্ডেশনের তহবিলে অনুদান দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কমিটির সদস্য এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এককালীন সহায়তা ও ভাতার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম জানান, এটা এখনো নির্ধারণ করা হয়নি। আজ বুধবার এ ফাউন্ডেশনের আনুষ্ঠানিক বৈঠক হবে। সেখানে সিদ্ধান্ত হবে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, আহত ও নিহতদের পরিবারকে জরুরি আর্থিকভাবে সহায়তা দেওয়া হবে। পরবর্তী সময়ে এককালীন নগদ টাকা এবং মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। আহত এবং নিহতদের পরিবার ট্রমার মধ্যে আছে, তাই তাদের মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং করা হবে।

হতাহতের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ‘প্রাথমিক তালিকা করা হয়েছে। সেখানে ২০ হাজারের বেশি আহত। সঠিক সংখ্যা বলতে পারছি না, প্রয়োজনে আমি সাংবাদিকদের কাছে তালিকা পাঠিয়ে দেব। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুসারে। শহীদের সংখ্যা প্রায় ৮০০।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ