নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারঘাট উপজেলার সরদহ ও নিমপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন সদস্য প্রার্থীকে সাড়ে তিন হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সকালে এই দুই ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এর মধ্যে সরদহ ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী রবিউল ইসলামকে দেড় হাজার টাকা ও জাহাঙ্গীর হোসেনকে এক হাজার টাকা এবং নিমপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী মনিরুল ইসলাম মনাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রানী কৈরী। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এই তিন প্রার্থী দেয়ালে পোস্টার লাগিয়েছেন এবং প্রচারকাজ চালিয়েছেন। এ জন্য তাঁদের মোট সাড়ে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। এ দিন ওই দুই ইউপিতে ভোট হবে।