গতকাল বুধবার যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ভেড়ামারা হানাদার মুক্ত দিবস উদ্যাপন করা হয়েছে। ১৯৭১ সালের এ দিন (৮ ডিসেম্বর) ভেড়ামারা হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা কমান্ডের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট আলম জাকারিয়া টিপু, ডেপুটি কমান্ডার মাহবুব হক, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।