বগুড়ার ধুনট উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের হঠাৎপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চারটি হাঁসুয়া ও একটি বার্মিজ চাকু জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বেড়েরবাড়ি গোদাগাড়িপাড়া এলাকার রায়হান আলী (৩০) ও গাবতলী উপজেলার মাজবাড়ি গ্রামের উকিল হোসেন (৩৪)। গতকাল বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নাংলু গ্রামে অভিযান চালায় পুলিশ। জুয়ার আসর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় চারটি হাঁসুয়া ও একটি চাকু। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আরও ৭-৮ জন। এ ঘটনায় এসআই আব্দুস ছালাম বাদী হয়ে অস্ত্র আইনে থানায় মামলা করেছেন।