হোম > ছাপা সংস্করণ

ছাত্রদল নেতৃত্বহীন ৪২ দিন

আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর

টাঙ্গাইলের ১১টি উপজেলার ছাত্রদের উপজেলা, পৌর ও কলেজ শাখা নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতাদের স্বাক্ষরিত এক আদেশে সব কমিটি বিলুপ্ত ঘোষণা করায় এ শূন্যতার সৃষ্টি হয়েছে। ছাত্রদলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন নেতৃত্ব সৃষ্টি ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গত ২৪ মার্চ টাঙ্গাইল জেলা কমিটি বিলুপ্ত করে কমিটি পুনর্গঠন করেন। এতে দূর্জয় হোড় শুভকে আহ্বায়ক ও মো. আব্দুল বাতেনকে সদস্যসচিব করে ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা কমিটি গঠিত হওয়ার ছয় মাস পর টাঙ্গাইলের সব উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের কমিটি পুনর্গঠনের কার্যক্রম হাতে নেন। তাঁরা প্রাথমিক কার্যক্রম বাস্তবায়ন করার জন্য কয়েকটি সাংগঠনিক উপকমিটি গঠন করেন। ওই কমিটির সদস্যরা উপজেলা পর্যায়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য ফরম বিতরণ করেন।

পরে ছাত্রদলের কর্মীরা তাঁদের জীবন বৃত্তান্তসহ তথ্য ফরম পূরণ করে জমা দেন। জেলা কমিটির হাতে জমা হওয়া তথ্য যাচাই-বাছাই করে আহ্বায়ক কমিটি ঘোষণা করার কথা। কিন্তু কমিটি গঠন না করেই জেলা নেতারা গত ২৫ আগস্ট সব উপজেলা, পৌর ও কলেজ শাখা কমিটি বিলুপ্ত করেন। ওই বিলুপ্তির চিঠিতে স্বাক্ষর করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ ও সদস্যসচিব মো. আব্দুল বাতেন।

ওই আদেশে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জেলা ছাত্রদলের অধীনে থাকা সব উপজেলা, পৌর ও কলেজ কমিটি বিলুপ্ত করা হলো। অত্রি দ্রুত সময়ের মধ্যে জেলা ছাত্রদলের সব ইউনিট কমিটি নতুন করে গঠন করা হবে।

ওই আদেশের ফলে জেলার ছাত্রদলের অধীনে থাকা সব উপজেলা, পৌরসহ জেলার সব কলেজ ইউনিট বিলুপ্ত হয়ে যায়।

কমিটি বিলুপ্তির আদেশের পর ইতিমধ্যে ৪২ দিনে পার হয়েছে। টাঙ্গাইলের কোনো উপজেলার কোনো শাখা বা কলেজ ইউনিটের কমিটি গঠন করা হয়নি। ফলে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতা-কর্মীরা যে যার মতো আছেন। অনেকে ব্যবসায় মন দিয়েছেন। আবার কিছু কিছু সমর্থক ভিন্ন মতাদর্শের নেতাদের সঙ্গে ঘোরাফেরা করছেন।

নাম প্রকাশ না করার শর্তে মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করা খুবই জরুরি। তবে নেতৃত্বশূন্য রেখে দলীয় কর্মীদের ছেড়ে দিলে সংগঠন দুর্বল ও কর্মীহীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। দেশের ক্রান্তিকালে যত শিগগির কমিটি গঠন হবে ততই সংগঠন শক্তিশালী হবে। আন্দোলন বেগবান হবে।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ বলেন, ‘আমরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করছি। সংগঠন গোছানোর জন্য আমাদের গঠন করা উপকমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করছে। নেতা-কর্মীদের জীবনবৃত্তান্তসহ তথ্য সংগ্রহ শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি উপজেলা, পৌর ও কলেজ ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। ওই কমিটির নেতারা সব ইউনিয়ন, ওয়ার্ড ও কলেজে সম্মেলন করে কমিটিকে আরও শক্তিশালী করবেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ