হোম > ছাপা সংস্করণ

ইন্টারকন্টিনেন্টালে ফিরে এল মুক্তিযুদ্ধের স্মৃতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আমাদের গ্রুপে আমরা ছিলাম চারজন। কন্টিনেন্টালে হামলা শেষে আলমের বাড়িতে গিয়ে হাত-মুখ ধুয়ে ড্রয়িংরুমে বসেছিলাম। আলমের বাবা এসে বললেন, দ্যাখ বিবিসিতে বলছে, কারা যেন ঢাকায় বোমা হামলা করছে। তার কথা শুনে আমরা হাসছিলাম। ওই দিন আমরা আন্তর্জাতিক খবর হলাম। এভাবেই ’৭১ সালে বিশ্বের কাছে খবর পৌঁছে গেছিল যে, ঢাকার অবস্থা শান্ত নয়।’ কথাগুলো বলছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে গেরিলা অপারেশনে অংশগ্রহণকারী ক্র্যাক প্লাটুনের ৮ বীর মুক্তিযোদ্ধাকে গতকাল সংবর্ধনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ শীর্ষক সেমিনারেরও আয়োজন করে ।

সংবর্ধিত ক্র্যাক প্লাটুন সদস্যরা হলেন বীর-উত্তম খাজা নিজামুদ্দিন ভূঁইয়া (মরণোত্তর), বীরবিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম মোহাম্মদ আবু বকর, বীরপ্রতীক হাবিবুল আলম, বীরপ্রতীক আলি আহমেদ জিয়াউদ্দীন, বীরপ্রতীক আব্দুস সামাদ (মরণোত্তর), ফটোগ্রাফার মুনীর আলম মীর্জা বাদল (মরণোত্তর) ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের কর্মী শহীদ মো. ওসমান।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেন, ‘দেশটা যেভাবে চেয়েছি, সেভাবে না-পেলেও স্বাধীনতা পেয়েছি, নিজের ভাষা পেয়েছি। ২০৪১ সালে আমরা উন্নত দেশে পরিণত হব। আমরা সেই অপেক্ষাই করব।’

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘আজ স্বাধীন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া যাবে না, জাতীয় পতাকা উত্তোলন করা যায় না। বই থেকে হিন্দুধর্মের কথা উঠিয়ে নিতে বলা হয়। আর সেটা করাও হয়। আমরা সুবর্ণজয়ন্তী পালন করছি। কিন্তু সেখানেও ভাবার প্রয়োজন আছে। এটা আমাদের জানা দরকার, এরা কারা?’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সচিব মোকাম্মেল হোসেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ