চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আজ শুক্রবার শুরু হচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২১। এতে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল অংশ নিচ্ছে। চবির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এ সংক্রান্ত নানা তথ্য জানান সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল আসআদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, সংগঠনটির রজতজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে এই প্রতিযোগিতার প্রথম পর্ব শুক্রবার চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব আগামীকাল শনিবার চট্টগ্রামের চবি চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এ পর্বে থাকবে ফাইনাল রাউন্ড, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
প্রতিযোগিতার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান।