কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার এই মেলার আয়োজন করা হয়।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুসা নাসের চৌধুরী উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান আহমদ, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম প্রমুখ।