হোম > ছাপা সংস্করণ

চুরির লক্ষ্য ব্যাংক গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীতে আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন গ্রাহকদের টার্গেট করে কৌশলে চুরি করত একটি সংঘবদ্ধ চক্র। ওই চক্রে জড়িত সাতজনকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার এ সব তথ্য জানায় ডবলমুরিং থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফারুকুজ্জামান ওরফে মুমিন (৩৫), কাজী হাফিজুর রহমান সুমন (৪০), সোহাগ শেখ (৩২), আতাউর রহমান (৪০), একরামুল হক (৩৯), আব্দুল কাদের (৫০) ও হাসান মাহমুদ (৪৪)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মো. আরিফ হোসেন বলেন, এক বাসযাত্রীর পকেট থেকে টাকা চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পাওয়া যায়।

আরিফ হোসেন বলেন, গত ১০ নভেম্বর টেকনিক্যাল কলেজে পড়ুয়া সাত বন্ধু পতেঙ্গা থেকে দশ নম্বর রুটের একটি বাসে ওঠেন। বাসটি আগ্রাবাদ বাদামতলী এলাকায় পৌঁছালে ফারুকুজ্জামান নামে এক আসামি কৌশলে এক শিক্ষার্থীর প্যান্টের পকেট থেকে ২ হাজার টাকা চুরি করেন। এ সময় তাঁর অন্য বন্ধুরা তা দেখে ফারুকুজ্জামানকে হাতেনাতে আটক করেন। তাঁর সঙ্গে থাকা অপর আসামি সোহাগ শেখকেও আটকের পর ডবলমুরিং থানা-পুলিশে সোপর্দ করা হয়। এ সময় সোহাগের কাছ থেকে ২৫ হাজার টাকা পাওয়া যায়। টাকাগুলো অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া বলে জানা যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।

সহকারী কমিশনার আরিফ আরও বলেন, ওই মামলার তদন্ত করতে গিয়ে গত সোমবার রাতে বন্দর ও পতেঙ্গার বিভিন্ন জায়গা থেকে অন্যদের গ্রেপ্তার করা হয়। চক্রটির সদস্যরা আবাসিক হোটেলে থেকে শহরের বিভিন্ন জায়গায় চুরির পরিকল্পনা করেছিল বলেও জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ওই চক্রের সদস্যরা জানান, দিনের বেলায় তাঁরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যাওয়া গ্রাহকদের টার্গেট করেন। পরে তাঁদের পিছু নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে থাকেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ