বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন মানিককে সভাপতি ও সাংসদ নাসরিন জাহান রত্নাকে সাধারণ সম্পাদক করে গত মঙ্গলবার এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগেও সাংসদ রত্না বাকেরগঞ্জ জাপার সাধারণ সম্পাদক ছিলেন। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও সদস্যসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এ কমিটির অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।
কমিটিতে আরও আছেন সহসভাপতি–ইউপি চেয়ারম্যান এস এম কাইয়ুম খান ও আইনজীবী মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক–মানিক হোসেন হাওলাদার, বিপ্লব মিত্র ও শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক–আইনজীবী বসির আহম্মেদ সবুজ, সহ সাংগঠনিক সম্পাদক–মাহফুজুর রহমান কাবেল, অর্থ বিষয়ক সম্পাদক–নাসির উদ্দিন সালমান, প্রচার সম্পাদক–শাহজাহান মৃধা, দপ্তর সম্পাদক–ফিরোজ আলম।