হোম > ছাপা সংস্করণ

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি

দীর্ঘ ১৮ বছর পর জেলা পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। গতকাল শনিবার সকালে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশুপার্কে এ সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এ সময় সম্মেলনের প্রধান অতিথি বাহাউদ্দিন নাসিম বলেন, ‘বিএনপি সারা জীবন মিথ্যাচার করে, দেশের মানুষের বিরুদ্ধে রাজনীতি করছে। এভাবে মানুষের সমর্থন পাওয়া যায় না।’

জেলা স্বেচ্ছাসেবক লীগের এ সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পটুয়াখালী–৩ আসনের সাংসদ এস এম শাহাজাদাসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতারা।

ভারপ্রাপ্ত সভাপতি শাহানূর হকের সভাপতিত্বে এবং উজ্জ্বল বোসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম অধিবেশন শেষে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ