হোম > ছাপা সংস্করণ

কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ

সিলেট সংবাদদাতা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর একাদশ ও পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার হল সংলগ্ন খেলার মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

করোনার কারণে প্রায় দেড় বছর পর বিশ্ববিদ্যালয়ের মাঠে কোনো খেলা অনুষ্ঠিত হলো। দীর্ঘদিন পর এই প্রীতি ম্যাচ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। হলগুলোর বারান্দাকে গ্যালারি বানিয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। মাঠের চারপাশেও বিপুল দর্শক সমাগম হয়।

ছাত্রদের প্রীতি ফুটবলের পাশাপাশি ছাত্রীদের গোল পোস্টে বল স্যুট খেলাও অনুষ্ঠিত হয়। প্রতিটি অনুষদ থেকে ৬ জন ছাত্র ও ১ জন ছাত্রী নিয়ে মোট ২টি দল গঠিত হয়। শেষপর্যন্ত ভাইস-চ্যান্সেলর একাদশ ১-০ গোলে জয়লাভ করে।

শরীরচর্চা শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর ড. মো. তাওহীদ হাসান, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. ছানোয়ার হোসেন মিয়া, অতিরিক্ত পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. মাহফুজুর রব প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ