আদা টুকরো করে কেটে তার সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে ব্লেন্ড করে নিন। এটি পুরো মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে ব্রণের সমস্যা কমবে।
তিন টেবিল চামচ আদার রসের সঙ্গে একটি ডিমের সাদা অংশ ভালো করে মিশিয়ে নিন। পেস্টটি পুরো মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
আদার রস ব্রণের ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
এক চা-চামচ আদার রসের সঙ্গে আধা চা-চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। আক্রান্ত স্থানে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ধুয়ে ফেলুন।