হোম > ছাপা সংস্করণ

সড়কের ক্ষতি কমাতে ওজন নিয়ন্ত্রণ স্টেশন

বিশ্বনাথ প্রতিনিধি

ট্রাক কিংবা অন্য কোনো যানবাহনে ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-মহাসড়ক। এসব সড়ক সংস্কারে সরকারকে ব্যয় করতে হয় বিপুল অঙ্কের টাকা। সড়কের ক্ষয়ক্ষতি কমাতে সড়ক ও জনপথ বিভাগ গুরুত্বপূর্ণ সড়কে স্থাপন করছে ওজন নিয়ন্ত্রণ স্টেশন (এক্সেল লোড কন্ট্রোল স্টেশন)।

সিলেট জেলার প্রথম ওজন নিয়ন্ত্রণ স্টেশন স্থাপন করা হয়েছে বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে। যানবাহনে অতিরিক্ত বা ধারণক্ষমতার চেয়ে বেশি পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কাজে ব্যবহৃত হবে এই স্টেশন। স্টেশনটির নির্মাণকাজ শেষের দিকে। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লামাকাজী পয়েন্ট সংলগ্ন কাজিরগাঁওয়ে ওই নিয়ন্ত্রণ স্টেশন নির্মাণে ব্যয় হচ্ছে ১৫ কোটি ১২ লাখ টাকা। সিলেট সড়ক ও জনপদ বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

লামাকাজী ওজন নিয়ন্ত্রণ স্টেশনের দায়িত্বে থাকা সিলেট সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী সুমন দাস সাংবাদিকদের জানান, ১৫ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওজন নিয়ন্ত্রণ স্টেশনটির কাজ প্রায় শেষের দিকে। ২০১৯ সালে কাজ শুরু হলেও করোনার কারণে কাজ শেষ হতে একটু বেশি সময় লেগেছে। স্টেশনের সব তথ্য সড়ক ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে স্টেশনটি শিগগির চালু হবে।

উপসহকারী প্রকৌশলী সুমন দাস আরও বলেন, স্টেশনটি চালু হলে সিলেট-সুনামগঞ্জ সড়কে ধারণক্ষমতার বেশি পণ্য বহন করার সুযোগ থাকবে না। অতিরিক্ত বোঝাই হলে জরিমানা গুনতে হবে। ওই স্টেশনে কারও ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। কম্পিউটারাইজড পদ্ধতিতে এটি পরিচালিত ও নিয়ন্ত্রিত হওয়ার কারণে এর কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।

সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, সিলেটের সড়ক-মহাসড়কের কোথাও কোনো এক্সেল লোড তথা অতিরিক্ত ধারণক্ষমতা নিয়ন্ত্রণ করার কেন্দ্র ছিল না। প্রথম কেন্দ্র হিসেবে বিশ্বনাথের লামাকাজী ওজন নিয়ন্ত্রণ স্টেশনের কাজ প্রায় ৯৫ ভাগ শেষ, এখন চালুর অপেক্ষায় রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ