হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আশ্রাবপুর মৌজায় ৪৫ শতাংশ খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার বিকেলে উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের নির্দেশে এ জমি উদ্ধার করা হয়।
খোয়াই নদীর পশ্চিমে অবস্থিত ১ নম্বর খতিয়ানের ৪২৩ ও ৪২৪ দাগের মোট ৪৫ শতাংশ জমি উদ্ধার করে বিশগাও ভূমি অফিসকে বুঝিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ওই জমি অবৈধভাবে দখল করে ফলানো ফসল বাজেয়াপ্ত করা হয়। জমিতে কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত চাষাবাদ ও দখলদারি নিষিদ্ধ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল বলেন, ‘এটি সরকারি সম্পত্তি। অভিযান চালিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলদারদের কাছ থেকে ভূমি উদ্ধারের এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।’