হোম > ছাপা সংস্করণ

তিতাসে এক দশক ধরে সড়ক বেহাল, চলাচলে ভোগান্তি

কবির হোসেন, তিতাস

তিতাস উপজেলার গৌরীপুর-হোমনা-তিতাস আঞ্চলিক মহাসড়কটি ২০১০ সাল থেকে খানাখন্দে বেহাল হয়ে রয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ছোট-বড় দ্রুতগতির যান। ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, ২০১০ সালের ৭ নভেম্বর তিতাস উপজেলা পরিষদ মাঠে জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, গৌরীপুর-হোমনা সড়কটি সিলেট পর্যন্ত চার লেনে উন্নীত করা হবে এবং তিতাস উপজেলায় একটি মিনি স্টেডিয়াম তৈরি করা হবে। ওই জনসভায় সভাপতিত্ব করেছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আবদুল আউয়াল সরকার। এরপরা কেটেছে ১০টি বছর। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

তিতাস উপজেলার গোমতী সেতুর উত্তর পাড় জিয়ারকান্দি থেকে হোমনা পৌরসভা পর্যন্ত আনুমানিক ২০ কিলোমিটার সড়কজুড়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে যানবাহনের থেমে থেমে চলতে হচ্ছে। এ ছাড়া ওভারটেকিং করতে গিয়ে প্রতিদিনই ঘটছে ছোট ছোট দুর্ঘটনা।

এই সড়কটির দুই পাশে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষি ইনসটিটিউট, ব্যাংক ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের অফিস। এসব প্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তি পোহাচ্ছেন।

উপজেলার কড়িকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহাসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিতাসে এসে বলেছিলেন, গৌরীপুর-হোমনা সড়ক চার লেনে উন্নীত করা হবে। তিতাসে একটি মিনি স্টেডিয়াম করা হবে। কিন্তু ১০ বছরেও তা বাস্তবায়িত হয়নি। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।’

স্থানীয় সিএনজিচালিত অটোরিকশাচালক জজলুল ভান্ডারী বলেন, ‘সড়কটি জিয়ারকান্দি থেকে হোমনা পর্যন্ত খানাখন্দে ভরা। গর্তের কারণে গাড়ি চালাতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। সড়কটি শিগগির মেরামত করা হলে গাড়ি চালাতে সুবিধা হবে।’

কেশবপুর গ্রামের সাত্তার মিয়া বলেন, ‘সড়কজুড়ে গর্তের কারণে থেমে থেমে গাড়ি চালাতে হয়।’

সড়ক ও জনপথ অধিদপ্তর, কুমিল্লার প্রকৌশলী মো. রেজা-ই রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ‘গৌরীপুর-হোমনা সড়কটি তৃতীয় ক্যাটাগরিতে আছে। এটি জেলার মহাসড়ক। সড়কটি আঞ্চলিক সড়কের ক্যাটাগরিতে আনার প্রক্রিয়া চলছে। তবে সময় লাগবে। আর এই সড়কের সংস্কারকাজের জন্য স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ মেরী ইতিমধ্যে ডিউলেটার দিয়েছেন। শিগগির গর্ত মেরামতের কাজ শুরু হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ