হোম > ছাপা সংস্করণ

চরাঞ্চলে কম খরচে আখের ভালো ফলন, লাভের আশা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের বুকে জেগে ওঠা চরে বাড়ছে আখ চাষ। এবার কম খরচ আর স্বল্প পরিশ্রমে ভালো ফলন পাওয়ায় কৃষকেরা কাঙ্ক্ষিত লাভের আশা দেখতে পাচ্ছেন।

সম্প্রতি চরে গিয়ে দেখা গেছে, এ বছর আখের ব্যাপক চাষ হয়েছে। কৃষকদের অনেকে শেষ সময়ে খেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবার কেউ কেউ আখ কেটে বিক্রি করা শুরু করেছেন।

চাষিরা জানান, অন্য ফসলের চেয়ে আখ চাষে লাভ বেশি হয়। প্রতি বিঘা জমিতে চাষ করতে ২২ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। ফসল বিক্রি করা যায় ৬৫ থেকে ৭০ হাজার টাকার। পাইকারেরা খেত থেকেই আখ কিনে নিয়ে যাচ্ছেন। প্রতিটি আখ ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে।

আখচাষি আব্দুস ছামাদ বলেন, ‘এক বিঘা ৪ শতাংশ জমিতে আখ চাষ করেছি। এতে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। ফলন বেশ ভালো। পাইকার ওই জমির আখের দাম ৫০ হাজার টাকা বলেছেন।’

ফেরদৌস নামের আরেক চাষি জানান, তিনি দেড় বিঘা জমিতে আখ চাষ করেছি। প্রতি বিঘা জমির ফসল ৭০ হাজার টাকার ওপরে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, চলতি মৌসুমে ভূরুঙ্গামারীতে ৭ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। চরাঞ্চলের মাটি আখ চাষের উপযোগী হওয়ায় সেখানে এই চাষ বেড়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকেরা এতে দিন দিন আগ্রহী হচ্ছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ