হোম > ছাপা সংস্করণ

ব্যাংক নাকি বিসিএসের প্রস্তুতি নেবেন

গাজী মিজানুর রহমান

বিসিএসের জন্য প্রচুর ধৈর্য ও পড়াশোনার প্রয়োজন। ভালোভাবে প্রস্তুতি নিলে প্রত্যাশিত ক্যাডার পাওয়া সম্ভব। অনেকই আছেন যাঁরা ভালো প্রস্তুতি নেওয়ার ফলে প্রত্যাশিত ক্যাডার পেয়েছেন। কিন্তু বিসিএসের প্রস্তুতি নিয়েও যাঁদের বিসিএস হয়নি; শেষে দেখা গেছে তাঁদের ভালো সরকারি চাকরি হয়েছে বা ব্যাংকে সুযোগ পেয়েছেন। তা ছাড়া কেউ যদি বিসিএসে প্রিলিমিনারি, লিখিত, ভাইভা পাস করার পরও কোনো ক্যাডার না পান, তাহলে তাঁদের জন্য নন-ক্যাডারে চাকরি হওয়ার সুযোগ আছে, যেমন ৩৩তম, ৩৪তম ও ৩৫তম বিসিএস থেকে অনেকে নন-ক্যাডারে ভালো চাকরি পেয়েছেন। 

ব্যাংক না বিসিএস
ব্যাংকে চাকরি পেতে হলে গণিত ও ইংরেজিতে দক্ষ হতে হয়। এখন প্রশ্ন হলো, আপনি কেন ব্যাংক বা পিএসসির নন-ক্যাডারের প্রস্তুতি বাদ দিয়ে কেবল বিসিএসের প্রস্তুতি নেবেন? আমি বলল, হ্যাঁ নেবেন। কারণ, ওই যে বললাম ‘বিসিএসের প্রস্তুতি নিলে একসঙ্গে অনেক চাকরির পরীক্ষার প্রস্তুতিই হয়ে যায়।’ তবে ব্যাংকের জন্য গণিত ও ইংরেজিতে একটু আলাদা প্রস্তুতি নিলেই আর কোনো চিন্তা থাকবে না। আসুন আমার নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করছি–

  • আমি মূলত বিসিএসের প্রস্তুতি নিয়ে পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে চাকরি করেছি। আমি ব্যাংকের জন্য অতিরিক্ত শুধু English Version-এর ম্যাথ, Saifur's Analogy এবং ICT-এর ওপর একটু ভালোভাবে পড়াশোনা করেছি। আর English Vocabulary-এর ওপর বেশি জোর দিয়েছি (মূলত Saifur's Vocabulary-টা শেষ করেছিলাম)। পরে ৩৫তম বিসিএস ক্যাডার পেয়েছি। যদিও ৩৪তম বিসিএস ছিল প্রথম বিসিএস, সেখানে নন-ক্যাডারে নিয়োগে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম আর ৩৫তম ছিল আমার দ্বিতীয় বিসিএস।) 
  • নন-ক্যাডারের জন্য আপনাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে 
    হবে না। 
  • ২০১৮ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল হয়ে যাওয়াতে ‘কোটাবিহীন বিসিএস’ প্রার্থীর বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আবার বিসিএস প্রিলিমিনারি, লিখিত, ভাইভা পাস করলে ক্যাডার না পেলে অন্তত একটা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস নন-ক্যাডার পেয়ে যেতে পারেন। (আগে এই ক্ষেত্রেও কোটা প্রয়োগ করা হতো, এখন আর কোটা প্রয়োগ হবে না!) 
  • ব্যাংকের জবের জন্য বেশি পেরেশান হতে হবে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ