তিন বছর পর আবারও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন রুমে মিতু আক্তার নামের এক রোগীর প্রসূতি অস্ত্রাপচারের মধ্য দিয়ে তা আবারও চালু করা হয়েছে। মিতু আক্তার উপজেলার আড়াইবেক গ্রামের আল মামুন হাওলাদারের স্ত্রী।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী জানান, দীর্ঘ দিন এখানে সিজারিয়ান অপারেশন বন্ধ ছিল। এ অপারেশনের মধ্যে দিয়ে আবারও সিজারিয়ান অপারেশন চালু করা হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও জানান সফল অপারেশনে মিতু আক্তারের একটি ছেলে সন্তান হয়েছে। মা ও ছেলে সুস্থ আছেন।