কাঁধের চোটে পড়ে এখন খেলার বাইরে আছেন তাসকিন আহমেদ। রিহ্যাব বা পুনর্বাসনপ্রক্রিয়ার মাধ্যমে জুলাইয়ে মাঠে ফেরার আশা তাঁর।
তাসকিন গত তিন দিনে বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। এমআরআইসহ তিনটি পরীক্ষা করা হয় তাসকিনের। সব রিপোর্ট ভালো এসেছে। তবে এই চোট কাটিয়ে উঠতে তাঁকে দুটি পরামর্শ দিয়েছেন সেই চিকিৎসক। হয় অস্ত্রোপচার করা অথবা রিহ্যাবের মাধ্যমে মাঠে ফেরা—দ্বিতীয় উপায় বেছে নিয়েছেন তাসকিন।
নিজের ফেরা নিয়ে লন্ডন থেকে গতকাল আজকের পত্রিকাকে তাসকিন বলেন, ‘রিহ্যাবেই যাব। এটাতে ঠিক না হলে তখন লাগতে (অস্ত্রোপচার) পারে। তবে রিহ্যাবেই ঠিক হয়ে যাওয়ার সুযোগ আছে। প্রক্রিয়াটা লম্বা, আশা করি, জুলাইয়ের মাঝামাঝি সময়ে খেলায় ফিরতে পারব।’
সেটি হলে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ দিকে পাওয়া যেতে পারে তাসকিনকে।