নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত ২টার দিকে মক্কীনগর এলাকার দক্ষিণ হিরাঝিলে আব্দুল বারেকের বাড়িতে এ আগুন লাগে ঘটে। এ সময় বাড়ির ভেতর থাকা জুতা তৈরির চামড়া ও সরঞ্জামাদি পুড়ে যায়। এ ছাড়া নির্মাণাধীন বাড়ির ছাদ ও পিলারের ব্যাপক ক্ষতি হয়।
বাড়ির মালিক আব্দুল বারেক জানান, আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হলেও অনেক ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘কে বা কারা কী কারণে আমার বাড়িতে আগুন লাগিয়েছে তা আমি বুজতে পারছি না। আমার ৮ তলা ভবনের প্রথম ছাদের বিশাল অংশ এবং ছাদের কলমে ব্যাপক ক্ষতি হয়েছে। ছাদ ও কলম পুড়ে কালো হয়ে গেছে। একই সঙ্গে ৮ লক্ষাধিক টাকার জুতা তৈরির চামড়া ও সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে।