জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে পরিবার সূত্রে জানা গেছে।
আমির সিরাজীর বড় ছেলে হাবিব বিন সিরাজী জানান, গত শুক্রবার রাতে তাঁর শ্বাসকষ্ট দেখা দিলে সঙ্গে সঙ্গেই রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
হাবিব বলেন, ‘বাবা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। রোববার হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, লাইফ সাপোর্টে থাকলেও আপাতত তিনি শঙ্কামুক্ত।’
বরেণ্য এই অভিনেতার বাড়ি গফরগাঁওয়ে। গত শনিবার দুপুরে তাঁর রোগমুক্তির জন্য বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়। তাঁর পরিবার আমির সিরাজীর সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।
অভিনেতা আমির সিরাজী দীর্ঘ অভিনয়জীবনে সাড়ে ৭০০ সিনেমায় অভিনয় করেছেন। ৭১ বছর বয়সী এই অভিনেতা খলনায়ক হিসেবে চলচিত্রে খ্যাতি লাভ করেন। তিনি নবাব সিরাজুদ্দৌলা, দেবদাসসহ অসংখ্য যাত্রাপালায় নামভূমিকায় অভিনয় করে মানুষের মন জয় করেছেন।