হোম > ছাপা সংস্করণ

‘গ্রাম আদালতে নিষ্পত্তি হলে মামলার জট কমবে’

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

গ্রাম আদালতে নিষ্পত্তি হলে মামলার জট কমবে বলে মন্তব্য করেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। স্থানীয় সরকার বিভাগের আওতায় গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পটি তৃণমূল পর্যায়ে জনগণের বিভিন্ন বিরোধ নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে বলে জানান ইউএনও।

গতকাল বুধবার সকালে উপজেলার রাইখালী ইউনিয়নের ৩২১ নম্বর হেডম্যান কার্যালয়ে মৌজার হেডম্যান-কার্বারি ও প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়রে সময় তিনি এসব কথা বলেন।

ইউএনও মুনতাসির জাহান বলেন, ‘বাংলাদেশের সংবিধানে সব জনগণকে আইনের আশ্রয় পাওয়ার অধিকার দিয়েছে। জনগণ যেকোনো সময় যেকোনো বিষয়ে তাঁদের অধিকার আদায়ের জন্য আইনের আশ্রয় নিতে পারে।’

ইউএনও বলেন, ‘আমাদের অনেক মামলা আছে। তাই এর কিছু গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে মামলার জট কমে যাবে। এ জন্য গ্রাম আদালত আরও সক্রিয় হবে। সেই ক্ষেত্রে হেডম্যান ও কার্বারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) গ্রাউস, আশিকা ও টংগ্যার আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী মিশুক।

সভার সঞ্চালনা করেন টংগ্যার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কমিউনিটি মবিলাইজার মংচাই মারমা। এ সময় রিসোর্স পারসন হিসেবে ১১৯ নম্বর হরিণছড়া ভাইজ্যাতলীর হেডম্যান থোয়াই অং মারমা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন গ্রাউসের গ্রাম আদালত সক্রিয়করণ (পর্যায় দ্বিতীয়) প্রকল্পের সমন্বয়কারী অম্লান চাকমা, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, টংগ্যার থিয়েটার বিশেষজ্ঞ শিপন চাকমা, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রতিনিধি মাসাং মারমা।

মতবিনিময় সভায় রাইখালী হেডম্যান, কার্বারি ও প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ