চরফ্যাশনের নাংলা পাতা গ্রামে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তোফায়েল হাজী (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে গত শুক্রবার রাত ১১টার দিকে শশীভূষণ থানায় ওই মামলা করেন। গতকাল শনিবার থানা-পুলিশ ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত তোফায়েল হাজী উপজেলার নাংলা পাতা গ্রামের বাসিন্দা। তিনি চর কলমী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
ধর্ষণের শিকার শিশুর মা অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাসায় ফেরা কালে তোফায়েল হাজী তাঁর মেয়েকে ধর্ষণ করে। সহপাঠী এক শিক্ষার্থী বিষয়টি দেখতে পেয়ে শিশুটির নানিকে জানায়। পরে তিনি শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটিকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী বলেন, ‘আসামি পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি। তবে, গ্রেপ্তারের চেষ্টা চলছে।’