হোম > ছাপা সংস্করণ

লালিমায় কৃষকের ভাগ্যবদল

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

লালিমা বা লাল বাঁধাকপি বদলে দিয়েছে কৃষক বেলালের ভাগ্য। সারা বছর বিভিন্ন সবজি চাষের পাশাপাশি লালিমা বীজ রোপণ করেন। ফলন ভালো, দামেও ভালো। এরই মধ্যে দুই লাখ টাকার লালিমা বিক্রি হয়েছে তাঁর।

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়ায় বাড়ি কৃষক বেলাল হোসেনের। দুই মেয়ে, এক ছেলে আর স্ত্রীসহ পাঁচজনের সংসার। নিজের জমি বলতে সামান্য। তাই অন্যের জমি নিয়ে চাষ বাস করেন।

কৃষক বেলাল বলেন, ‘জমিতে কাজ করি আমি, আমার স্ত্রী শিল্পী বেগম, মেয়ে সিনথি আখতার, বন্যা বেগম ও ছেলে সিহাব আলীসহ সবাই। সময় হলে মেয়েরা বই-খাতা নিয়ে কলেজে যায়। তারপর আবার জমির আইলে বাপের সঙ্গে কাজ করে। সে কারণে আমার কামলা খরচটা কম হয়। একটার পর একটা সবজি চাষ করি জমিতে। কখনো ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ, আলু, টমেটো, লাউ, শিম, ক্যাপসিকাম, মিষ্টি কুমড়াসহ বারো মাস সবজির চাষ করে প্রতিবছর অন্তত বাড়তি দুই লাখ টাকা ঘরে তুলি।’

বেলাল আরও বলেন, লাভের টাকায় তিনি একটি বাড়ি করেন। মেয়েদের কলেজে পড়ালেখা শেখাচ্ছেন। আর নিজের পকেট খরচ, বাজার-হাট করে রাজার হালে সংসার চালিয়ে হাতে রাখেন নগদ টাকা।

ঢাকায় গিয়ে বিভিন্ন বীজ ভান্ডারে খোঁজ করেন ভিন্ন কিছু চাষ করা যায় কি না। মনে মনে ভাবেন জমিতে এবার ভিন্ন কিছু চাষ করতে হবে। এবার তাক লাগিয়ে দিতে চান মানুষকে। সেই সঙ্গে নিজের স্বপ্নের বাস্তবায়ন। তারপর বীজ ভান্ডার থেকে খুঁজে পান লাল বাঁধাকপি বা লালিমার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ