ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন ইসলামিক আইনে নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার শীর্ষ ইসলামি সংগঠন ইন্দোনেশিয়ান ওলামা কাউন্সিলের একজন নেতা। গত বৃহস্পতিবার এ মন্তব্য করেন তিনি।
ইন্দোনেশিয়ায় মুদ্রা হিসেবে এরই মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করা হয়েছে। তবে গত মে মাস পর্যন্ত দেশটির পণ্য বাজারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মোট মূল্য প্রায় ২৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার ওলামা কাউন্সিলের ধর্মীয় আইন বিভাগের প্রধান আসররুন নিয়াম শোলেহ বলেন, ‘শরিয়া আইন অনুযায়ী ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন নিষিদ্ধ।’
বিশেষজ্ঞরা বলছেন, ইন্দোনেশিয়ান ওলামা কাউন্সিল সরকারের কোনো অংশ না হলেও এর ফতোয়া দেশটিতে বেশ প্রভাব ফেলতে পারে।