হোম > ছাপা সংস্করণ

‘সমাজচ্যুত’ করার পর মুচলেকায় দায় স্বীকার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ায় নুরুননাহার চৌধুরী ঝর্ণার পরিবারকে ‘সমাজচ্যুত’ করার দায় স্বীকার করে মুচলেকা দিয়েছেন স্থানীয় ভাটেরা বাজার মসজিদ পঞ্চায়েত কমিটির নেতারা। সামাজিক সংহতি বজায় রেখে চলতে সম্মত হয়েছেন সংশ্লিষ্টরা।

নিজেদের সমাজচ্যুত করার অভিযোগে গত সোমবার ঝর্ণার বাবা হাজি আব্দুল হাই চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে ভাটেরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মসজিদ পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও ভুক্তভোগী পরিবারকে নিয়ে বৈঠক করেন ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরী।

গতকাল বুধবার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদে দুই পক্ষের উপস্থিতিতে বৈঠকে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন মসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি শামসুল ইসলাম মাখন ও সম্পাদক আমীন আলী। মেয়েটির বাবাও তাঁদের ক্ষমা করে দিয়েছেন। সেই সঙ্গে ভবিষ্যতে এ রকম কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে মসজিদ কমিটির সব সদস্য মুচলেকা দিয়েছেন। ঝর্ণার পরিবারও এতে সন্তুষ্ট হয়েছে। তাঁদের সন্তুষ্টির বিষয়টি তাঁরাও লিখিতভাবে জানিয়েছেন।’

ভুক্তভোগীর স্বজনেরা জানান, উপজেলার ভাটেরার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা হাজি আব্দুল হাই চৌধুরীর দুই ছেলে ও তিন মেয়ে। এর মধ্যে ঝর্ণা চৌধুরী দ্বিতীয় সন্তান। গত ডিসেম্বরে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্রে তাঁর স্বাধীন চলাফেরার খবরে স্থানীয় মসজিদ পঞ্চায়েত কমিটি গত শুক্রবার ঝর্ণার বাবাকে ডেকে পাঠায়। তিনি অসুস্থ থাকায় বৈঠকে যেতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে ঝর্ণার পরিবারকে সমাজচ্যুত করে একঘরে করার সিদ্ধান্ত নেয় মসজিদ কমিটি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ