হোম > ছাপা সংস্করণ

বিএনপির পাঁচ নেতা স্বতন্ত্র হিসেবে মাঠে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জেলা বিএনপি ও উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারাও এবার প্রস্তুতি নিচ্ছেন। এসব নেতারা মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমানতালে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি এ নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্তিশালী অবস্থানে মাঠে আছেন।

সুনামগঞ্জের সদর উপজেলা ও শান্তিগঞ্জে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা ফুল মিয়া, জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম ও বিএনপি নেতা শামছুল হক নির্বাচনী লড়াইয়ে আছেন। রঙ্গারচর ইউনিয়নে বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই ও দলীয় নেতা নূর উদ্দিন নির্বাচন করবেন। জাহাঙ্গীরনগর ইউনিয়নে নির্বাচন করবেন বিএনপি নেতা আমজদ আলী।

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, দুই বারের ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন এবারও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এ ছাড়া শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁওয়ে বিএনপি নেতা লুৎফুর রহমান জায়গীরদার খোকন ও নূর মিয়া নির্বাচনী লড়াইয়ে আছেন। জাহাঙ্গীরনগর ইউনিয়নে লড়বেন বিএনপি নেতা আমজদ আলী। জয়কলস ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সাবেক সভাপতি ফরিদ মিয়া নির্বাচন করবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বললেন, নির্বাচনী পরিবেশ না থাকায় বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না। দলের কোনো নেতা নির্বাচনে অংশ নিলে নিজ দায়িত্বে অংশ নেবেন।

অন্যদিকে জাতীয় পার্টির পক্ষ থেকেও প্রতিটি ইউনিয়নে আলাদা করে প্রার্থী দিচ্ছেন বলে জানিয়েছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাংসদ পীর ফজলুর রহমান মিছবাহ।

এই দুই উপজেলার ১৭ ইউপিতে নির্বাচন হবে। ২ নভেম্বর এসব ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল হবে। বাছাইয়ের তারিখ ঠিক করা হয়েছে ৪ নভেম্বর।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ