পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা বিএনপির সাংগঠনিক কমিটি স্থগিত করে জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্যসচিবকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
গত সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি গত ২৩ নভেম্বর গলাচিপা উপজেলা ও পৌর এবং দশমিনা উপজেলা বিএনপির কমিটি ব্যাকডেট দিয়ে অনুমোদন করেন। ইতিপূর্বে এ্যাড. বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে একটি তদন্ত প্রতিবেদনে বলা হয় উক্ত কমিটিতে যাদের নাম রাখা হয়েছে তাহাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ও অবাধ্যতার প্রমাণ পাওয়া গেছে। আগামী তিন দিনের মধ্যে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে লিখত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয় চিঠিতে।