চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী সেকান্দর হোসেন (৫৫) মারা গেছেন। গতকাল শনিবার ভোরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, ১২ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ধরারটেক এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেকান্দর হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মারা যান।
সেকান্দর হোসেন বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. সোলায়মানের ছেলে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন বলেন, ‘মৃত্যুর বিষয়টি শুনেছি।