হোম > ছাপা সংস্করণ

বিয়ের পর যৌন সম্পর্ক করতে না চাওয়া নিষ্ঠুরতা: দিল্লি হাইকোর্ট

বিয়ের পর যৌন সম্পর্কে সঙ্গীর ইচ্ছাকৃত অসম্মতি নিষ্ঠুরতার শামিল বলে রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বিয়ের ৩৫ দিন পর দিল্লি হাইকোর্টে বিচ্ছেদের মামলা করেছিলেন এক দম্পতি। দেড় যুগের বেশি সময় আগে মামলাটি হয়েছিল। সে মামলায় গত সোমবার রায় ঘোষণার সময় ওই মন্তব্য করেন আদালত।

রায়ে বলা হয়, মামলা পর্যবেক্ষণের ভিত্তিতে আদালত মনে করেন, বিবাহিত দম্পতির মধ্যে যৌন সম্পর্কে স্বামী বা স্ত্রীর যে কারও ইচ্ছাকৃত মানা করা নিষ্ঠুরতার সমতুল্য, বিশেষ করে যখন তাঁরা নববিবাহিত। এটিই বিচ্ছেদ চাওয়ার জন্য একটি কারণ হতে পারে।

ওই মামলায় এর আগে পারিবারিক আদালত বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছিলেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন স্ত্রী।

সোমবার বিচারপতি সুরেশ কুমার কাইত ও বিচারপতি নিনা বানসাল কৃষ্ণার সমন্বয়ে গঠিত দিল্লি হাইকোর্টের দ্বৈত বেঞ্চ পারিবারিক আদালতের দেওয়া রায় বহাল রেখে বলেন, ‘যৌন সম্পর্ক ছাড়া বিয়ে অভিশপ্ত...।’

আদালত উল্লেখ করেন, এই দম্পতি ২০০৪ সালে হিন্দু রীতিনীতি ও আচার মেনে বিয়ে করেছিলেন। এর পরপরই স্ত্রী বাবার বাড়ি চলে যান। এরপর তিনি আর ফেরেননি। পরে ওই নারীর স্বামী নিষ্ঠুরতা ও তাঁকে ছেড়ে যাওয়ার কারণ দেখিয়ে পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেন। আদালত বলেন, বিয়েটা মাত্র ৩৫ দিন টিকলেও স্বামী দাম্পত্যের অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত হন এবং তাঁদের সম্পর্ক পূর্ণতা পায়নি। কাজেই ১৮ বছরের বেশি সময় ধরে এ ধরনের বঞ্চনাকে উপেক্ষা করার সুযোগ নেই। এটি মানসিক নিষ্ঠুরতা।

এই মামলার পর্যবেক্ষণে বলা হয়, স্ত্রীর অসম্মতির কারণে এই বিয়ে পূর্ণতা পায়নি। এই স্ত্রী, যিনি কিনা পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য হয়রানির অভিযোগ করেছেন, সেটির ‘অকাট্য প্রমাণ’ পাওয়া যায়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ