কক্সবাজারের টেকনাফ থেকে হত্যা মামলার পলাতক আসামি মো. ইসলাম ওরফে ধইল্লা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বুধবার সকালে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মো. ইসলাম একই এলাকার বাসিন্দা। এপিবিএনের দাবি তিনি ‘সন্ত্রাসী’ খালেক বাহিনীর সক্রিয় সদস্য।
১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। মো. ইসলাম সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য। মো. ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মো. ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।