হোম > ছাপা সংস্করণ

কর্মীকে তুলে নিয়ে মোটরসাইকেলে আগুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে রাকিবুল হাসান মুন্না নামের ছাত্রলীগের সাবেক এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাবেক ওই নেতা।

গত শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রমাপুর এলাকার দিঘলী-দাসেরহাট সড়কে এই ঘটনা ঘটে। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী।

রাকিবুল হাসান মুন্না ওই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন। পেশায় ওয়ার্কশপ ব্যবসায়ী মুন্না ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেনের (আনারস) কর্মী।

মুন্নার বাবা কবির হোসেন জানান, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাঁর ছেলে দিঘলী বাজার থেকে রমাপুরে মোটরসাইকেলযোগে একজনকে নামিয়ে দিতে যান। এরপর আর ফিরে আসেনি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। গতকাল শনিবার ভোরে তাঁরা জানতে পারেন, মুন্নার মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়েছে। দিঘলী-দাসেরহাট সড়কের ওপর পুড়ে যাওয়া অবস্থায় মোটরসাইকেলটি পাওয়া যায়। নৌকার প্রার্থী শেখ মজিবুর রহমানের সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন কবির হোসেন।

বিষয়টি থানায় জানালে গতকাল দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ