হোম > ছাপা সংস্করণ

প্রার্থী দিচ্ছে ধর্মভিত্তিক দল

বিয়ানীবাজার প্রতিনিধি

স্থানীয় সরকার নির্বাচনে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর খুব একটা আগ্রহ দেখা যায়নি আগে। তবে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলগুলো থেকে প্রার্থী দেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার দুবাগ ইউনিয়নে আনজুমানে আল ইসলাম (ফুলতলী অনুসারী) মাওলানা কমর উদ্দিন, শেওলায় ছাত্র জমিয়তের মাওলানা আব্দুল হামিদ এবং লাউতায় ইসলামী আন্দোলন থেকে একজন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ধর্মভিত্তিক দলগুলোর কয়েকজন নেতা জানান, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে ইসলামী দলগুলোর অনীহা বরাবরই। মূলত তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম না থাকাই স্থানীয় নির্বাচনের প্রতি এই অনাগ্রহের মূল কারণ। আবার ক্ষেত্রবিশেষে কখনো প্রার্থীকে সমর্থন দিলেও প্রচার-প্রচারণার ব্যয়সহ আনুষঙ্গিক খরচের কারণে কেন্দ্রীয়ভাবে খুব একটা উৎসাহ দেওয়া হয় না।

নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল হামিদ বলেন, মানুষ এখন আওয়ামী লীগ-বিএনপির বাইরের দলগুলোকে মূল্যায়ন করছে। তাই তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে মাওলানা কমর উদ্দিন বলেন, ‘আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক। দলীয়ভাবে আগেই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশগ্রহণের। পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে এবার খুব বেশি প্রার্থী নেই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ