ঝিনাইদহে টানা কয়েকদিনের বৃষ্টি শেষে বেড়েছে কুয়াশা। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মহাসড়কে দিনের বেলাতেই হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষেরাও পড়েছেন বিপাকে।
গতকাল বুধবার সকালে দেখা যায়, ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ। সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এসব যানবাহনের গতিবেগ ছিল খুবই কম। ভ্যান, রিকশা ও অটোরিকশার চালকরা ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছেন। আবার এ ঘন কুয়াশার মধ্যে অনেকেই রাস্তায় হাঁটতে বের হয়েছেন মানুষ।
ইজিবাইক চালক মো. শাহারিয়ার বলেন, ‘বৃষ্টির পর হঠাৎ করেই তীব্র কুয়াশায় চারপাশে অন্ধকার নেমে এসেছে। রাস্তায় গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছে। শীতরে শুরুতে এমন অবস্থা সামনের দিনগুলোতে কি হবে ভাবতে পারছি না।’
ঢাকা থেকে আসা এক বাসচালক আরিফুল জানান, এতো কুয়াশা, রাস্তায় গাড়ি চলাতে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। গোপারপুর থেকে থেকে ঝিনাইদহ শহরে গাড়ি নিয়ে আসতে সময় লাগে মাত্র ১৫ মিনিট, আর সেখানে আজ (বুধবার) সময় লেগেছে আধা ঘণ্টা।
ঝিনাইদহ আরাপপুর থেকে কথা হয় বাস চালক মিজানুরের সাথে তিনি বলেন, ‘রাজশাহীর উদ্দেশে রওনা দিচ্ছি। কিন্তু যে কুয়াশার অবস্থা গাড়ি চালাবো কি ভাবে এটাই ভাবছি।’