হোম > ছাপা সংস্করণ

প্রকৌশলীর ঘরে ডাকাতি মাকে কুপিয়ে জখম

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা শহরের অদূরে লাবসা দরগাপাড়া এলাকায় কাজী আবদুর রাশীদ নামের এক প্রকৌশলীর বাড়িতে ডাকাতি হয়েছে। গত রোববার ভোর ৪টার দিকে ১০-১২ জন অস্ত্রধারী ডাকাত গ্রিল ভেঙে বসতঘরে ঢুকে সবাইকে জিম্মি করে এ ডাকাতির ঘটনা ঘটায়।

এ সময় ডাকাতদের রামদার কোপে প্রকৌশলী আবদুর রাশীদের বৃদ্ধা মা রাহেলা বেগম (৮২) জখম হয়েছেন। ডাকাতেরা ১৫ ভরি স্বর্ণালংকারসহ ১৩ লাখ টাকার মালামাল লুট করেছেন বলে বাড়ির মালিক দাবি করেছেন। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপারসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির মালিক প্রকৌশলী কাজী আবদুর রাশীদ জানান, রাত ৪টার দিকে ৬ থেকে ৭ জন ডাকাত জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। প্রথমে ডাকাতেরা তাঁর বৃদ্ধা মা রাহেলা বেগমকে রামদা দিয়ে আঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন। পরে তাঁরা একে একে বাড়ির সবাইকে বেঁধে ফেলে এবং মোবাইলগুলো নিয়ে নেয়। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে আলমারির চাবি নিয়ে নগদ টাকা, ক্যামেরা ও সোনার গয়না লুট করে।

তিনি আরও বলেন, ডাকাতরা সবাই বয়সে খুবই তরুণ। তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে। মুখে কাপড় বাঁধা ছিল। তাঁরা যাওয়ার সময় হুমকি দিয়ে বলে গেছে, কাউকে বললে পরবর্তীতে তাঁদের ছেলে-মেয়েদের অপহরণ করা হবে।

প্রকৌশলী কাজী আবদুর রাশীদের স্ত্রী শাকিলা হোসেন (৫২) বলেন, ‘বাড়িতে আমরা ৮ জন ছিলাম। ডাকাতেরা সবার হাত বেঁধে ফেলে। রামদা, সাবলসহ দেশীয় অস্ত্র ছিল তাঁদের হাতে। যাওয়ার সময় ডাকাতেরা তাঁদের মোবাইলগুলো ঘরের ভেতর ফেলে রেখে গেছে।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবীর বলেন, ‘প্রকৌশলী কাজী আবদুর রাশীদ এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ